Class 8 history 3rd unit test question paper 2022 set 2 with answer
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Class 8 history 3rd unit test question paper 2022 set 2 with answer
অষ্টম শ্রেণী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
ইতিহাস
পূর্ণমান : ৭০ সময়: ২ ঘন্টা ৩০ মিনিট
১। সঠিক
উত্তরটি নির্বাচন করে লেখো। 1×14=14
(ক) সতীদাহ
বিরোধী আইন প্রণয়ন করেন—
(অ) লর্ড
ওয়েলেসলি
(আ)
কর্নওয়ালিশ
(ই)
বেন্টিংক
(ঈ)
ডিরোজিয়ো
উত্তরঃ (ই) বেন্টিংক
(খ) পশ্চিম ভারতে
নারীশিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন—
(অ) শুভলক্ষ্মী
(আ) বেগম
রোকেয়া
(ই)
পণ্ডিতা রমাবাই
(ঈ) বীরেশলিঙ্গম
উত্তরঃ (ই) পণ্ডিতা রমাবাই
(গ) সিপাহি
বিদ্রোহ হয়-
(অ) 1857
খ্রিস্টাব্দে
(আ) 1757
খ্রিস্টাব্দে
(ই) 1858
খ্রিস্টাব্দে
(ঈ) 1856
খ্রিস্টাব্দে
উত্তরঃ (অ) 1857 খ্রিস্টাব্দে
(ঘ)
হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন—
(অ) কর্নেল অলকট
(আ)
শিশিরকুমার ঘোষ
(ই)
নবগোপাল মিত্র
(ঈ)
অরবিন্দ ঘোষ
উত্তরঃ (ই) নবগোপাল মিত্র
(ঙ) বঙ্গভঙ্গ
করেছিলেন—
(অ) লর্ড কার্জন
(আ) লর্ড
ডাফরিন
(ই) লর্ড
আরউইন
(ঈ) চার্লস
ডারউইন
উত্তরঃ (অ) লর্ড কার্জন
(চ) বঙ্গভঙ্গ
প্রকাশিকা প্রকাশিত হয়—
(অ) 1835
খ্রিস্টাব্দে
(আ) 1836
খ্রিস্টাব্দে
(ই) 1837
খ্রিস্টাব্দে
(ঈ) 1863
খ্রিস্টাব্দে
উত্তরঃ (আ) 1836 খ্রিস্টাব্দে
(ছ) ভারত
ছাড়ো আন্দোলনের ডাক দেন—
(অ) সূর্য সেন
(আ) নেতাজি
(ই)
গান্ধিজি
(ঈ) বাদল
গুপ্ত
উত্তরঃ (ই) গান্ধিজি
(জ) সাইমন
কমিশন হয়েছিল-
(অ) 1924
খ্রিস্টাব্দে
(আ) 1917
খ্রিস্টাব্দে
(ই) 1930
খ্রিস্টাব্দে
(ঈ) 1956
খ্রিস্টাব্দে
উত্তরঃ (আ) 1917 খ্রিস্টাব্দে
(ঝ)
বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল—
(অ) 1904
খ্রিস্টাব্দে
(আ) 1905
খ্রিস্টাব্দে
(ই) 1906
খ্রিস্টাব্দে
(ঈ) 1907
খ্রিস্টাব্দে
উত্তরঃ (আ) 1905 খ্রিস্টাব্দে
(ঞ)
‘পাকিস্তান প্রস্তাব' প্রথম উত্থাপন
করেন—
(অ) মোহম্মদ ইকবাল
(আ) চৌধুরি
রহমত আলি
(ই) সৈয়দ
আহমেদ খান
(ঈ) আবদুল
গফ্ফর খান
উত্তরঃ (আ) চৌধুরি রহমত আলি
(ট)
সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন—
(অ) র্যামসে
ম্যাকডোনাল্ড
(আ) স্ট্যাফোর্ড
ক্রিপস
(ই)
চেমসফোর্ড
(ঈ)
মাউন্টব্যাটেন
উত্তরঃ (অ) র্যামসে ম্যাকডোনাল্ড
(ঠ) রাজ্যপালকে
নিয়োগ করেন—
(অ) প্রধানমন্ত্রী
(আ) রাষ্ট্রপতি
(ই)
উপরাষ্ট্রপতি
(ঈ)
মুখ্যমন্ত্রী
উত্তরঃ (আ) রাষ্ট্রপতি
(ড) সংবিধানের খসড়া
কমিটির চেয়ারম্যান ছিলেন—
(অ) সচ্চিদানন্দ সিংহ
(আ) বি আর
আম্বেদকর
(ই)
জওহরলাল নেহরু
(ঈ)
মহাত্মা গান্ধি
উত্তরঃ (আ) বি আর আম্বেদকর
(ঢ)
ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান কে-
(অ) প্রধানমন্ত্রী
(আ)
রাষ্ট্রপতি
(ই) প্রধান
বিচারপতি
(ঈ) কেউ না
উত্তরঃ (অ) প্রধানমন্ত্রী
২। নির্দেশ
অনুসারে উত্তর দাও। 1x14=14
(ক)
এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
(খ) 'সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ হামারা'-কার লেখা ?
উত্তরঃ মোহাম্মদ ইকবালের লেখা।
(গ) কাকোরি
ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে?
উত্তরঃ কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত রামপ্রসাদ বিসমিল।
(ঘ) বাংলা
ও পাঞ্জাবে মোট জনসংখ্যার অর্ধেক ছিল মুসলমান— সত্য/মিথ্যা।
উত্তরঃ সত্য
(ঙ) ভারতীয় সংসদের
উচ্চ কক্ষের নাম রাজ্যসভা- সত্য/মিথ্যা।
উত্তরঃ সত্য
(চ) বেমানান
শব্দটি খুঁজে বের করো :
লর্ড কর্নওয়ালিশ, লর্ড বেন্টিংক, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম পিট।
উত্তরঃ উইলিয়াম পিট
* শূন্যস্থান
পূরণ করো।
(ছ) তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন _____________ ।
উত্তরঃ তমলুকে ভারত ছাড়ো
আন্দোলনের নেতৃত্ব দেন মাতঙ্গিনী হাজরা।
(জ) জাতীয়
কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ___________ ।
উত্তরঃ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন
উমেশ চন্দ্র ব্যানার্জি।
(ঝ) স্বাধীন
পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় __________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় 1947
খ্রিস্টাব্দে।
(ঞ) বেমানান
শব্দটি খুঁজে বের করো :
সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, স্বাধীন।
উত্তরঃ স্বাধীন
•
বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো।
|
বামদিক |
ডানদিক |
||
|
(ট) |
মোপলা
বিদ্রোহ |
(1) |
ফরিদপুর |
|
(ঠ) |
ফরাজি আন্দোলন |
(2) |
আরব |
|
(ড) |
ওয়াহাবি আন্দোলন |
(3) |
ব্যারাকপুর |
|
(ঢ) |
সিপাহি বিদ্রোহ |
(4) |
মালাবার |
উত্তরঃ (ট) মোপলা বিদ্রোহ - (4) মালাবার
(ঠ) ফরাজি আন্দোলন - (1) ফরিদপুর
(ড) ওয়াহাবি আন্দোলন - (2) আরব
(ঢ) সিপাহি বিদ্রোহ - (3) ব্যারাকপুর
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ছ-টি)।
2x6=12
(ক)
সতীদাহপ্রথা কীভাবে নিষিদ্ধ হয়? অথবা, ইয়ং বেঙ্গল বলতে কী বোঝো?
(খ) দুজন
চরমপন্থী নেতার নাম লেখো। অথবা, কার্জন কেন বাংলাভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন?
(গ)
গান্ধিজির সত্যাগ্রহ আদর্শের মূলভাবনা কী ছিল? অথবা,
সীমান্তগান্ধি কাকে, কেন বলা হয়?
(ঘ) আলিগড়
আন্দোলন বলতে কী বোঝো? অথবা, লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো।
(ঙ) ভারতকে
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলার কারণ কী? অথবা,
ভারতীয় সংবিধানে ‘গণতান্ত্রিক’ শব্দটির তাৎপর্য কী?
(চ)
ভারতীয় সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা আছে?
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাচটি)।
3x5=15
(ক) ইংরেজি
শিখলে কী কী সুবিধা হবে বলে ভারতীয়রা মনে করেছিলেন? অথবা,
সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী?
(খ)
হিউম-ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী? অথবা, কে, কবে, কেন ঢাকা
অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
(গ)
চৌরিচৌরা ঘটনাটি কী? অথবা, অলিন্দ অভিযান কী?
(ঘ)
সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী? অথবা, দ্বিজাতিতত্ত্ব কী? ভারতে কে দ্বিজাতিতত্ত্বের
সূচনা করেন?
(ঙ) 1947
সালের 15 আগস্ট এবং 1950 সালের 26 জানুয়ারি কী কারণে স্মরণীয়?
অথবা, পঞ্চায়েত ব্যবস্থা কাকে
বলে? পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী?
৫। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো তিনটি) 5×3=15
(ক)
শিক্ষাসংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কী ছিল? অথবা,
বাংলার বাইরে সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে লেখো।
(খ) জাতীয় কংগ্রেস
প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো অথবা,
বাংলার বিপ্লববাদী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।
(গ) নৌবিদ্রোহের কারণ
ও ফলাফল লেখো। । অথবা, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধির উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন