Class 8 geography question paper third unit test 2022 Set 2
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Class 8 geography question paper third unit test 2022 Set 2
অষ্টম শ্রেণী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
ভূগোল
পূর্ণমান : ৭০ সময়: ২ ঘন্টা ৩০ মিনিট
১. পৃথিবীর
রেখামানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত-সহ চিহ্নিত করো। 1x5=5
1.1 মেক্সিকো
মালভূমি;
1.2 গ্রিনল্যান্ড;
1.3 প্যাটাগোনিয়া মরুভূমি;
1.4 উরুগুয়ে
নদী;
1.5 ডাউনস
তৃণভূমি
2. সঠিক
উত্তরটি নির্বাচন করো।
1x10=10
2.1 একটি
প্রাচীন ভঙ্গিল পর্বত হল—
(আল্পস / উরাল /
রকি)।
উত্তরঃ একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হল— উরাল।
2.2 ITCZ দেখা
যায়—
(নিরক্ষীয় / মৌসুমি
/ তুন্দ্রা) জলবায়ু অঞ্চলে।
উত্তরঃ ITCZ দেখা যায়— নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।
2.3 অস্ট্রেলিয়ার
নাতিশীতোষ্ণ তৃণভূমি হল-
(ভেল্ড / ডাউনস / পম্পাস)।
উত্তরঃ অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল- ডাউনস।
2.4 শীতকালীন
বৃষ্টিপাত দেখা যায়-
(ভূমধ্যসাগরীয় /
মরুদেশীয় / তুন্দ্রা) জলবায়ুতে।
উত্তরঃ শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়- ভূমধ্যসাগরীয়
জলবায়ুতে।
2.5 ভারতের
একটি সক্রিয় আগ্নেয়গিরি হল—
(ব্যারেন / নারকোন্ডাম / পোপো)।
উত্তরঃ ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি হল— ব্যারেন।
2.6 ভোপাল গ্যাস
দুর্ঘটনা ঘটে—
(1986 / 1984 / 1987) সালে।
উত্তরঃ ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে—1984 সালে।
2.7 পরিবেশের
অবনমনের একটি মনুষ্যসৃষ্ট কারণ হল-
(সুনামি /
অগ্ন্যুৎপাত / বৃক্ষচ্ছেদন)।
উত্তরঃ পরিবেশের অবনমনের একটি মনুষ্যসৃষ্ট কারণ হল- বৃক্ষচ্ছেদন।
2.8 ইউক্যালিপটাসের
জন্ম-
(ইউরোপে / এশিয়ায় / ওশিয়ানিয়ায়)।
উত্তরঃ ইউক্যালিপটাসের জন্ম- ওশিয়ানিয়ায়।
2.9 বৃষ্টিচ্ছায়
অঞ্চল গঠিত হয়—
(ঘূর্ণবাত / শৈলোৎক্ষেপ / পরিচলন) বৃষ্টিতে।
উত্তরঃ বৃষ্টিচ্ছায় অঞ্চল গঠিত হয়— শৈলোৎক্ষেপ বৃষ্টিতে।
2.10 ওশিয়ানিয়ার
বৃহত্তম দেশ—
(অস্ট্রেলিয়া /
নিউজিল্যান্ড / ফিজি)।
উত্তরঃ ওশিয়ানিয়ার বৃহত্তম দেশ— অস্ট্রেলিয়া।
3. নীচের
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
3.1 সত্য
বা মিথ্যা লেখো: 1x5=5
3.1.1 যে
সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না তাকে নিরপেক্ষ সীমানা বলে।
উত্তরঃ সত্য
3.1.2 বিস্ফোরণ
ছাড়া শান্তভাবে অগ্ন্যুদ্গম ঘটলে তাকে বিদার অগ্ন্যুদ্গম বলে।
উত্তরঃ সত্য
3.1.3 40° দক্ষিণ
অক্ষাংশকে ‘ক্রোধোন্মত্ত চল্লিশা’ বলে।
উত্তরঃ মিথ্যা
3.1.4 অস্ট্রেলিয়ার
একটি বিখ্যাত শহর হল ওয়েলিংটন।
উত্তরঃ সত্য
3.1.5 সাইবেরিয়ার
আদিম অধিবাসীদের নাম স্যামোয়েদ।
উত্তরঃ সত্য
3.2 শূন্যস্থান
পূরণ করো: 1x5=5
3.2.1 সঞ্চয়জাত পর্বত
__________ আকৃতির হয়।
উত্তরঃ সঞ্চয়জাত পর্বত শঙ্কু আকৃতির হয়।
3.2.2 ‘ফলের
ঝুড়ি’ বলা হয় __________ জলবায়ু অঞ্চলকে।
উত্তরঃ ‘ফলের ঝুড়ি’ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।
3.2.3 ঘূর্ণবাতের
কেন্দ্রকে _________ বলে।
উত্তরঃ ঘূর্ণবাতের কেন্দ্রকে ঝড়ের চক্ষু
বলে।
3.2.4 সিলমাছের
চামড়ায় তৈরি তাঁবুকে _____________ বলে।
উত্তরঃ সিলমাছের চামড়ায় তৈরি তাঁবুকে টিউপিক বলে।
3.2.5 ___________ অঞ্চলের অধিবাসীরা চিপকো আন্দোলন করেন।
উত্তরঃ গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা চিপকো আন্দোলন করেন।
3.3 এককথায়
উত্তর দাও (যে-কোনো পাঁচটি): 1x5=5
3.3.1 কোন
শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়?
উত্তরঃ গ্রানাইট শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি
হয়।
3.3.2 কোন্
লাভা ঠান্ডা হলে পাকানো দড়ির মতো দেখতে হয়?
উত্তরঃ পা হো হো লাভা
ঠান্ডা হলে পাকানো দড়ির মতো
দেখতে হয়?
3.3.3 পৃথিবীর
দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কী?
উত্তরঃ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ।
3.3.4 দিল্লির
লালকেল্লা কোন্ পাথরে গঠিত?
উত্তরঃ
দিল্লির লালকেল্লা লাল বেলেপাথরে
গঠিত।
3.3.5 টিউপিক
কী?
উত্তরঃ সিল মাছের চামড়ায় তৈরি এক্সিমোদের তাঁবুকে টিউপিক বলে।
3.3.6 মরুভূমির
মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদকে কী বলে?
উত্তরঃ মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদকে
প্লায়া বলে।
3.3.7 তাপ
বাড়লে পদার্থের আয়তনের কী পরিবর্তন হয়?
উত্তরঃ তাপ বাড়লে পদার্থের আয়তন বৃদ্ধি পায়।
3.4 বামস্তম্ভের
সঙ্গে ডানস্তম্ভ মেলাও: 1x5=5
বামস্তম্ভ |
ডানস্তম্ভ |
||
3.4.1 |
চুনাপাথর |
(a) |
নিরক্ষীয়
শান্তবলয় |
প্রতিবাত
ঢাল |
(b) |
পাললিক
শিলা |
|
3.4.3 |
ITCZ |
(c) |
আগ্নেয় শিলা |
3.4.4 |
এস্কিমো |
(d) |
গ্রিনল্যান্ড |
3.4.5 |
পরিবেশের অবনমন |
(e) |
পূর্ব কলকাতার
জলাভূমি |
|
(f) |
শৈলোৎক্ষেপ
বৃষ্টি |
উত্তরঃ 3.4.1 চুনাপাথর - (b) পাললিক
শিলা
3.4.2 প্রতিবাত ঢাল - (f) শৈলোৎক্ষেপ বৃষ্টি
3.4.3 ITCZ - (a) নিরক্ষীয় শান্তবলয়
3.4.4 এস্কিমো - (d) গ্রিনল্যান্ড
3.4.5 পরিবেশের অবনমন - (e) পূর্ব কলকাতার জলাভূমি
4. নীচের
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি)।
2x4=8
4.1 পৃথিবীর
কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন?
উত্তরঃ সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পরবর্তী কালে তাপ বিকিরণ করে পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় পরিণত হয়। এই সময়
পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের ফলে অপেক্ষাকৃত ভারী এবং ঘন
পদার্থগুলি (যেমন-
নিকেল, লোহা প্রভৃতি) দ্রুত নিচের দিকে থিতিয়ে
পড়ে, ফলে কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয়।
4.2 জীবাশ্ম
কী?
উত্তরঃ অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে প্রোথিত হয়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে তার ছাপ থেকে যায়
। উদ্ভিদ বা প্রাণীর ছাপ যুক্ত সেই প্রস্তরকে জীবাশ্ম বলে ।
4.3 আপেক্ষিক
আর্দ্রতা কাকে বলে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের
বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয়
জলীয় বাষ্পের ভরের অনুপাতকে ঐ স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে।
4.4 স্থিতিশীল
উন্নয়ন বলতে কী বোঝো?
উত্তরঃ স্থিতিশীল উন্নয়ন হল সেই উন্নয়ন, যা বর্তমানের চাহিদা পূরণ করে এবং ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণে যাতে
কোনো অসুবিধা না হয় তার প্রতি উপযুক্ত দৃষ্টি রাখে।
4.5 ‘প্রশান্ত
মহাসাগরীয় আগ্নেয় বলয়’ কী?
উত্তরঃ প্রশান্ত
মহাসাগরকে বেষ্টন করে পৃথিবীর প্রায় ৭০% আগ্নেয়গিরি কোমর বন্ধনী বা বলয় আকারে অবস্থান করছে। তাই এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়
নামে পরিচিত।
5. নীচের
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি)। 3x4=12
5.1 সমুদ্রবায়ু
ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
উত্তরঃ
|
সমুদ্রবায়ু |
স্থলবায়ু |
১. |
সাধারণত সমুদ্র থেকে স্থল ভাগের
দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। |
স্থলভাগ থেকে
সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। |
২. |
সাধারণত বিকেল
ও সন্ধ্যায় সমুদ্রবায়ুর প্রবাহ বেশি হয়। |
স্থলবায়ু মূলত
মধ্যরাত থেকে ভোরের দিকে বেশি প্রবাহিত
হয়। |
৩. |
সমুদ্রবায়ু
জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির হয়। |
স্থলবায়ু
স্থলভাগ থেকে প্রবাহিত হয় বলে জলীয়
বাষ্পহীন শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। |
5.2 ভূমধ্যসাগরীয়
জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত পার্বত্য অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের
অরণ্য দেখা যায়। যেমন–
ওক, সিডার, পাইন, কর্ক ইত্যাদি। এছাড়া এখানে গুল্ম জাতীয় ঝোপঝাড় দেখা যায়। যা
বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন – ফ্রান্সে ম্যাকুই,
অস্ট্রেলিয়ায় ম্যালি, ক্যালিফোর্নিয়ায় চ্যাপারেল
নামে পরিচিত।
5.3 আগ্নেয়
শিলা ও পাললিক শিলার তিনটি পার্থক্য লেখো।
উত্তরঃ
|
আগ্নেয় শিলা |
পাললিক শিলা |
১. |
ভূগর্ভস্থ ম্যাগমা
ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। |
বিভিন্ন বহির্জাত
শক্তির ক্ষয়জাত পদার্থ তাপ ও চাপের দ্বারা পাললিক শিলায় পরিণত হয়। |
২. |
আগ্নেয় শিলা
কঠিন ও দৃঢ় সংবদ্ধ হয়। |
পাললিক শিলা
নরম ও অসংবদ্ধ প্রকৃতির হয়।
|
৩. |
আগ্নেয় শিলায়
স্তর থাকে না। |
পাললিক
শিলা স্তরবিশিষ্ট হয়। |
5.4 নিরক্ষীয়
অঞ্চলে নিম্নচাপ সংঘটিত হয় কেন?
উত্তরঃ নিরক্ষীয় নিম্নচাপ সৃষ্টির কারণঃ
১. এই অঞ্চলে সূর্য সারাবছর লম্ব ভাবে কিরণ দেয় বলে বায়ু খুব উষ্ণ ও হালকা হয়। ফলে বায়ুর চাপ কম হয়।
২. নিরক্ষীয় অঞ্চলে
স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে জলীয় বাষ্পপূর্ন বায়ুর চাপ কম হয়।
৩. পৃথিবীর আবর্তন
গতির প্রভাবে এই অঞ্চলের ওপরের বায়ু উত্তরে ও দক্ষিনে ছিটকে যায়। ফলে বায়ুচাপ কম হয়।
6. নীচের
প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 5x3=15
6.1 চিত্র-সহ
নিয়তবায়ু সম্পর্কে আলোচনা করো।
অথবা, নিরক্ষীয় জলবায়ু অঞলের স্বাভাবিক
উদ্ভিদ ও বন্যপ্রাণীর বর্ণনা দাও।
6.2 মারে-ডার্লিং
অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি আলোচনা করো। অথবা, অস্ট্রেলিয়ার
ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।
6.3 পরিবেশ অবনমনের ফলগুলি উল্লেখ করো। অথবা, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
Very good
উত্তরমুছুন