Class 9 Geography third unit test question paper 2022 with answer
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Class 9 Geography third unit test question paper 2022 with answer
নবম শ্রেণী
তৃতীয়
পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
ইতিহাস
পূর্ণমান : ৯০ সময়: ৩
ঘন্টা ১৫ মিনিট
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১x২০=২০
১.১ ফ্রান্সের কোন্ ঘটনায় অভিভূত রামমোহন রায় ‘Glory, Glory, Glory to France’ বলে অভিনন্দন বার্তা প্রেরণ করেন?
(i) জুলাই বিপ্লব
(ii) ফেব্রুয়ারি বিপ্লব
(iii) 1789-এর বিপ্লব
(iv)
ভদেমিয়ার ঘটনা
উত্তরঃ (iii) 1789-এর বিপ্লব
১.২ ‘ইউরোপীয় শক্তি সমবায়’ (Concert of Europe)-এর শেষ অধিবেশনটি হয়-
(i) সেন্ট পিটার্সবার্গে
(ii) ভেরোনায়
(iii) লাইব্যাকে
(iv) এইলা শ্যাপেলে
উত্তরঃ (ii) ভেরোনায়
১.৩ কার্ল মার্কস ও এঙ্গেলস 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন-
(i) লিসবনে
(ii) পার্মায়
(iii) ব্যাডেনে
(iv) লন্ডনে
উত্তরঃ (iv) লন্ডনে
১.৪ ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন-
(i) প্রথম উইলিয়াম
(ii) দ্বিতীয় উইলিয়াম
(iii) তৃতীয় উইলিয়াম
(iv) চতুর্থ উইলিয়াম
উত্তরঃ (iv) চতুর্থ উইলিয়াম
১.৫ অ্যাড্রিয়ানোপলের সন্ধি মেনেই তুরস্ক যে দেশটির স্বাধীনতা মেনে নিয়েছিল-
(i) সার্বিয়া
(ii) গ্রিস
(iii) মন্টিনিগ্রো
(iv) বুলগেরিয়া
উত্তরঃ (ii) গ্রিস
১.৬ ‘শিল্পবিপ্লব’ এই শব্দের স্থলে ঐতিহাসিক হেইজ যে শব্দটি ব্যবহার করেছেন-
(i) শিল্প প্রগতি
(ii) শিল্পোন্নয়ন
(iii) শিল্পবিবর্তন
(iv) শিল্পায়ন
উত্তরঃ (iii) শিল্পবিবর্তন
১.৭ ইংল্যান্ডে দ্বিতীয় পর্যায়ের শিল্পবিপ্লবের সূচনা ঘটে-
(i) 1840 খ্রিস্টাব্দে
(ii) 1850 খ্রিস্টাব্দে
(iii) 1860 খ্রিস্টাব্দে
(iv) 1870 খ্রিস্টাব্দে
উত্তরঃ (iv) 1870 খ্রিস্টাব্দে
১.৮ “...যাবতীয় অশান্তির মূলে বাণিজ্যিক প্রতিযোগিতা ও মুনাফা”- বলেছেন-
(i) চার্লস ফ্যুরিয়ার
(ii) সঁ সিঁমে
(iii) রবার্ট আওয়েন
(iv) সুই ব্ল্যাংক
উত্তরঃ (i) চার্লস ফুরিয়ার
১.৯ ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’ বলা হত-
(i) ভারতকে (ii) চিনকে
(iii) দক্ষিণ আফ্রিকাকে
(iv) সিঙ্গাপুরকে
উত্তরঃ (i) ভারতকে
১.১০ ব্রিশবিরোধী ‘বুয়র যুদ্ধ’ সংঘটিত হয়েছিল-
(i) 1899 খ্রিস্টাব্দে
(ii) 1890 খ্রিস্টাব্দে
(iii) 1880 খ্রিস্টাব্দে
(iv) 1800 খ্রিস্টাব্দে
উত্তরঃ (i) 1899 খ্রিস্টাব্দে
১.১১ জারের (Winter Palace) অভিমুখী শোভাযাত্রায় পুলিশের গুলি চললে ঘটে যায়-
(i) ক্রিমিয়ার যুদ্ধ
(ii) shoot at sight
(iii) রক্তাক্ত রবিার
(iv)
1905 খ্রিস্টাব্দের বিপ্লব
উত্তরঃ (iii) রক্তাক্ত রবিার
১.১২ জার্মানি জাতিসংঘে যোগদান করে-
(i) রাপালোর সন্ধি
(ii) লোকার্নোর সন্ধি
(ii) প্যারিসের সন্ধি
(iv) ভার্সাই-এর সন্ধি
উত্তরঃ (i) রাপালোর সন্ধি
১.১৩ প্রথম বিশ্বযুদ্ধান্তে উত্তর ডালমেশিয়া অঞ্চল যুগোস্লাভিয়াকে দেওয়া হলে ক্ষুদ্ধ হয়-
(i) ইটালি
(ii) জার্মানি
(iii) অস্ট্রিয়া
(iv) পোল্যান্ড
উত্তরঃ (iii) অস্ট্রিয়া
১.১৪ হিটলার বিরোধী যে অস্ট্রীয় শাসক নাতসিদের হাতেই প্রাণ হারান-
(ii) সুস্নিগ
(ii) ডলফুস
(iii) গাব্বাসিয়ে
(iv) সেরনিগ
উত্তরঃ (ii) ডলফুস
১.১৫ ফ্রান্সে মার্শাল পেঁতার সরকার জার্মানির কাছে আত্মসমর্পণ করেন-
(i) 7 দিনের মধ্যে
(ii) 15 দিনের মধ্যে
(iii) 6 মাসের মধ্যে
(iv) 7 মাসের মধ্যে
উত্তরঃ (iii) 6 মাসের মধ্যে
১.১৬ জার্মানি ‘Operation Barbarossa' চালিয়েছিল যার বিরুদ্ধে-
(i) স্পেন
(ii) ইংল্যান্ড
(iii) রাশিয়া (iv) অস্ট্রিয়া
উত্তরঃ (iii) রাশিয়া
১.১৭ ইতালীয়রাজ তৃতীয় ভিক্টর ইমানুয়েল ফ্যাসিস্ট মুসোলিনিকে পদচ্যুত করেন-
(i) 1943 খ্রিস্টাব্দে
(ii) 1944 খ্রিস্টাব্দে
(iii) 1941 খ্রিস্টাব্দে
(iv) 1942 খ্রিস্টাব্দে
উত্তরঃ (i) 1943 খ্রিস্টাব্দে
১.১৮ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্তোনিয়ো গুটারেস হলেন-
(i) অষ্টম মহাসচিব
(ii) নবম মহাসচিব
(iii) দশম মহাসচিব
(iv) একাদশ মহাসচিব
উত্তরঃ (ii) নবম মহাসচিব
১.১৯ জাতিপুঞ্জের স্মরণসভায় বাৎসরিক অধিবেশনটি বসে-
(i) ডিসেম্বরে
(ii) সেপ্টেম্বরে
(iii) অক্টোবরে
(iv) নভেম্বরে
উত্তরঃ (ii) সেপ্টেম্বরে
১.২০ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের-
(i) 12 এপ্রিল
(ii) 28 এপ্রিল
(iii) 28 অক্টোবর
(iv)
28 জুন
উত্তরঃ (ii) 28 এপ্রিল
বিভাগ-খ
২.
প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও। ১x১৬=১৬
উপবিভাগ—ক. ২.১ : একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ এমস টেলিগ্রামের সঙ্গে বিসমার্কের নাম জড়িয়ে গেল কীভাবে?
উত্তরঃ ফরাসিরাজ তৃতীয় নেপোলিয়ন কাউন্ট বেনেদিতিকে প্রাশিয়ার রাজা
প্রথম উইলিয়ামের কাছে দূত হিসাবে পাঠান এমস শহরে। এই কথোপকথন বিসমারকে সম্রাট
জানান। কিন্তু বিসমার্ক সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন তাতে মনে হয় প্রথম
উইলিয়াম বেনেদিতিকি অপমান করেছেন। এইভাবে
বিসমার্কের নাম এমস টেলিগ্রাম এর সঙ্গে জড়িয়ে যায়।
২.১.২ বিশ্ব ইতিহাসে 1914
খ্রিস্টাব্দের 24 জুলাই কী ঘটেছিল?
উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে 24 শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
২.১.৩ 1933
খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত ‘বিশ্ব অর্থনৈতিক সম্মেলন’ (WEC)-এ উপস্থিত
দেশের সংখ্যা কত?
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত ‘বিশ্ব অর্থনৈতিক সম্মেলন’ (WEC)-এ উপস্থিত দেশের সংখ্যা তিনটি।
২.২.৪ জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের
বিচারকগণের মেয়াদ কত বছর?
উত্তরঃ জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকগণের মেয়াদ 9 বছর।
উপবিভাগ-খ ২.২ : ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও।
|
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
||
|
২.২.১ |
ইটালির মিত্রপক্ষে যোগদান |
(ক) |
1941 |
|
২.২.২ |
UNO-এর
সনদ কার্যকর |
(খ) |
1918 |
|
২.২.৩ |
জাপানের ইন্দো-চিন
আক্রমণ |
(গ) |
1915 |
|
২.২.৪ |
উইলসনের চোদ্দো দফা
নীতি ব্যাখ্যা |
(ঘ) |
1945 |
উত্তরঃ ২.২.১ ইটালির মিত্রপক্ষে যোগদান - (গ) 1915
২.২.২ UNO-এর সনদ কার্যকর - (ঘ)
1945
২.২.৩ জাপানের ইন্দো-চিন আক্রমণ - (ক) 1941
২.২.৪ উইলসনের চোদ্দো দফা নীতি ব্যাখ্যা – (খ) 1918
• উপবিভাগ-গ. ২.৩ : সত্য ও
মিথ্যা নির্ণয় করো।
২.৩.১ রবীন্দ্রনাথ
ঠাকুর জাতিরাষ্ট্রকে ‘Applied science’ বলেছেন।
উত্তরঃ মিথ্যা।
২.৩.২ 1971
খ্রিস্টাব্দে জার্মানির ঐক্যায়ন যথার্থ অর্থে জার্মানদের প্রুশীয়করণ (Prusification)।
উত্তরঃ মিথ্যা।
২.৩.৩ শেষপর্যন্ত
ক্যাভুরের নেতৃত্বেই 1861 খ্রিস্টাব্দে পূর্ণ
ঐক্যবদ্ধ রাষ্ট্ররুপে ইটালি আত্মপ্রকাশ করে।
উত্তরঃ মিথ্যা।
২.৩.৪ মার্কিন শেয়ার বাজারে ধস নামার ফলে 1929 খ্রিস্টাব্দে
মহামন্দা সৃষ্টি হয়।
উত্তরঃ সত্য।
• উপবিভাগ-ঘ. ২.৪ : বিবৃতির সঙ্গে
সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
২.৪.১
বিবৃতি : 1848 খ্রিস্টাব্দে
দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র স্থাপিত হল।
ব্যাখ্যা ১: লুই ফিলিপের রাজতন্ত্রে বিতৃষ্ণা সৃষ্টি হয়েছিল।
ব্যাখ্যা
২ : জুলাই রাজতন্ত্র শেষপর্যন্ত ছিল বুর্জোয়া শাসনতন্ত্র।
ব্যাখ্যা ৩ : সমাজতন্ত্রীদের প্রচেষ্টার ফলশ্রুতি।
উত্তরঃ ব্যাখ্যা ২ :
জুলাই রাজতন্ত্র শেষপর্যন্ত ছিল বুর্জোয়া শাসনতন্ত্র।
২.৪.২
বিবৃতি : 1919
খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির অর্থনৈতিক সমীকরণ আসলে জার্মানিকে
অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা।
ব্যাখ্যা ১ : জার্মানিই প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটক দেশ বিবেচিত হয়েছিল।
ব্যাখ্যা
২ : সার অঞ্চলের সমৃদ্ধিই জার্মানিকে
বিশ্বরাজনীতির দিকে চালিত করেছিল।
ব্যাখ্যা ৩ : জার্মানির সামরিকীকরণ সম্প্রসারণ সবই ছিল আকরিকসমৃদ্ধ অর্থনীতিনির্ভর।
উত্তরঃ ব্যাখ্যা ১ : জার্মানিই প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটক দেশ বিবেচিত হয়েছিল।
২.৪.৩
বিবৃতি : 1936-39
খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধে ইউরোপীয়
সাতাশটি দেশ নিরপেক্ষ ছিল।
ব্যাখ্যা ১ : ফ্যাসিস্ট ও প্রজাতন্ত্রীদের সংঘাতে পক্ষান্তরে ফ্যাসিবাদের বিজয় আকাঙ্ক্ষা করেছিল।
ব্যাখ্যা ২ : পরস্পর বিরোধী আদর্শের সংঘাতে ইউরোপীয় দেশগুলি দ্বিধাগ্রস্ত ছিল।
ব্যাখ্যা
৩ : স্পেনীয়রা দেশগুলিকে সাহায্যের আহ্বান জানায়নি।
উত্তরঃ ব্যাখ্যা ২ :
পরস্পর বিরোধী আদর্শের সংঘাতে ইউরোপীয় দেশগুলি দ্বিধাগ্রস্ত ছিল।
২.৪.৪
বিবৃতি : 1939 খ্রিস্টাব্দে
অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে হিটলার 1941 খ্রিস্টাব্দে
রাশিয়া আক্রমণ করে।
ব্যাখ্যা ১: রুশ সাম্যবাদের প্রতি হিটলারের বিন্দুমাত্র আস্থা ছিল না।
ব্যাখ্যা
২ : হিটলারের কাছে এটি নিছক কৌশলগত চুক্তি।
ব্যাখ্যা ৩ : রাশিয়া ও জার্মানি উভয়ই এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিল না।
উত্তরঃ ব্যাখ্যা ১: রুশ
সাম্যবাদের প্রতি হিটলারের বিন্দুমাত্র আস্থা ছিল না।
• উপবিভাগ—ঙ. ২.৫ : শূন্যস্থান পূরণ করো।
২.৫.১ _________
ও পুলিশ বাহিনী হল ‘চেকা’।
উত্তরঃ গুপ্তচর ও পুলিশ বাহিনী হল ‘চেকা”।
২.৫.২ ‘ইউরোপের রুগ্ণ জাতি’ রূপে চিহ্নিত ছিল ____________ ।
উত্তরঃ ‘ইউরোপের রুগ্ণ জাতি’ রূপে চিহ্নিত ছিল তুরস্ক
।
২.৫.৩
_________ ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের
জনক।
উত্তরঃ রবার্ট আওয়েন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক।
২.৫.৪ জাতিসংঘের
প্রথম মহাসচিব _____________।
বিভাগ গ
৩. নীচের
প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো এগারোটি)। ২x১১=২২
৩.১ 1830
খ্রিস্টাব্দে ‘জুলাই বিপ্লব’ কি প্রকৃতই বিপ্লব ছিল?
৩.২ উনিশ শতকে বলকান
জাতীয়তাবাদ অদম্য হয়ে উঠেছিল কেন?
৩.৩ চিনের
ভাগবাটোয়ারা নিয়ে এম হ্যারল্ড ভিনাকের ‘তরমুজ
ছেদন তত্ত্ব’ কী?
৩.৪ ‘ভাইমার’ প্রজাতন্ত্র কী?
৩.৫ ‘সেফটি ল্যাম্প’ কে, কবে আবিষ্কার করেন?
৩.৬ কাল্পনিক
সমাজতন্ত্রবাদ (Utopian Socialism)-এর
মমার্থ কী?
৩.৭ সুয়েজ খাল খনন
আবশ্যিক ছিল কী কারণে?
৩.৮ ‘পুঁজির পাহাড়’ (Gulf of Capital) কীভাবে
উপনিবেশবাদের সঙ্গে সম্পর্কিত?
৩.৯ লেনিনের NEP কী সাম্যবাদ থেকে পুরোপুরি বিচ্যুত ছিল?
৩.১০ D-Day
নামে পরিচিত বিশ্ব ইতিহাসে কোন্ ঘটনা?
৩.১১ রুশ-মার্কিন
ঠান্ডা লড়াই পর্বে বিশ্ব রাজনীতির দুটি বৈশিষ্ট্য কী?
৩.১২ ভেটো (Veto)
প্রয়োগের অর্থ কী?
৩.১৩ ‘আটলান্টিক সনদ’ (1941) কল্যাণমূলক
আন্তর্জাতিকতাবাদ (Welfare internationalism)-এর ক্ষেত্রে
প্রাসঙ্গিক কেন?
বিভাগ ঘ
৪। প্রতিটি
উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও।
৪x৬=২৪
•
উপবিভাগ-ক. ৪.১ 1815-48-এর
মধ্যকালে ইউরোপীয় রাজনীতির মৌলিক চরিত্র পর্যালোচনা করো।
৪.২ জোলভেরাইন ও ফ্রাংকফুর্ট পার্লামেন্ট কীভাবে জার্মান রাজ্যগুলির ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি ঘটিয়েছিল?
• উপবিভাগ—খ.
৪.৩ কীভাবে 1871-1913 খ্রিস্টাব্দে ‘সশস্ত্র শান্তির যুগ’-এর অবসান ঘটে?
৪.৪ শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলশ্রুতি কী ছিল?
•
উপবিভাগ-গ. ৪.৫ জারতান্ত্রিক স্বৈরাচার কীভাবে বলশেভিক
বিপ্লবের কারণ হয়ে উঠেছিল?
৪.৬ জার্মানিতে নাতসিবাদের উত্থান 1929 খ্রিস্টাব্দে বিশ্বমহামন্দার ফলশ্রুতি—যুক্তি দিয়ে ব্যাখ্যা দাও।
•
উপবিভাগ—ঘ. ৪.৭ 1848
খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব তাৎপর্যপূর্ণ কেন?
৪.৮ 1861 খ্রিস্টাব্দে ‘ভূমিদাস মুক্তি আইন’ কি ভূমিদাসদের প্রকৃত মুক্তি দিয়েছিল?
• উপবিভাগ—ঙ. ৪.৯ আমেরিকা শেষপর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগদান করল কেন?
৪.১০ ইঙ্গ-ফরাসি তোষণনীতি কীভাবে বিশ্বযুদ্ধ ত্বরান্বিত করেছিল?
বিভাগ ঙ
৫। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (পনেরো-ষোলো)টি বাক্যে) ৮x১=৮
৫.১ আদর্শ ও প্রতিষ্ঠান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কী প্রভাব ফেলেছিল?
৫.২ উনিশ শতকে চিন ও আফ্রিকায় কীভাবে সাম্রাজ্যবাদ থাবা বসিয়েছিল? ৫+৩
৫.৩ আধুনিক সমাজতন্ত্রবাদ কী? এর সীমাবদ্ধতাগুলি দেখাও। ৩+৫
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন