Class 7 bangla third unit test question paper 2022, Set 2
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Class 7 bangla third unit test question paper 2022, Set 2
সপ্তম শ্রেণী
তৃতীয়
পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
বাংলা
পূর্ণমান
: ৭০ সময়: ২ ঘন্টা
৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন
করো। ১x১১=১১
১.১ ‘ভারততীর্থ’ কবিতার
কবি-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) বুদ্ধদেব দাশগুপ্ত
(ঘ) জীবনানন্দ দাস
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
১.২ ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন-
(ক)
অমরেন্দ্র চ্যাটার্জী
(খ) যাদুগোপাল মুখার্জী
(গ) ভোলানাথ চ্যাটার্জী
(ঘ) হরিপদ মুখার্জী
উত্তরঃ (ক) অমরেন্দ্র চ্যাটার্জী
১.৩ চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান—
(ক) পেশোয়ার
(খ) কাশীতে
(গ) রিষড়ায়
(ঘ) কলকাতা
উত্তরঃ (ক) পেশোয়ার
১.৪ “নেবুর পাতায় করমচা, হে বৃষ্টি, ____________ যা।” (শুন্যস্থান পূরণ করে)
(ক)
ইতালিতে
(খ) লন্ডনে
(গ) স্পেনে
(ঘ) নরওয়ে।
উত্তরঃ (গ) স্পেনে
১.৫ অভিনয়ের সময়
পটলবাবুর হাতে ছিল-
(ক)
আনন্দবাজার পত্রিকা
(খ) যুগান্তর পত্রিকা
(গ) স্টেটসম্যান
(ঘ) বর্তমান পত্রিকা
উত্তরঃ (খ) যুগান্তর পত্রিকা
১.৬ তিব্বতিদের
প্রধান ব্যাবসা—
(ক) পশম
(খ) রেশম
(গ) তাঁতবস্ত্র
(ঘ) কম্বল
উত্তরঃ (ক) পশম
১.৭ “মা বলবে”-
(ক) ঠ্যাং
দুটো কী কুচ্ছিত
(খ) মাথাটাকে কী
কুচ্ছিস
(গ) আঙুল দুটি কী
ফাটাচ্ছিস
(ঘ) পিঠ চুলকাচ্ছিস
উত্তরঃ (ক) ঠ্যাং দুটো কী কুচ্ছিত
১.৮ তৎসম শব্দ হল—
(ক) সংস্কৃত শব্দ
(খ) হিন্দি শব্দ
(গ) আরবি শব্দ
(ঘ) দেশি শব্দ
উত্তরঃ (ক) সংস্কৃত শব্দ
১.৯ শব্দদ্বৈতের
উদাহরণ হল—
(ক) গরম গরম
(খ) হন হন
(গ) রুটি ফুটি
(ঘ) ঘেউ ঘেউ
উত্তরঃ (ক) গরম গরম
১.১০ স্মৃ + অনীয় =
(ক) স্মরণীয়
(খ) সরণীয়
(গ) আকর্ষণীয়
(ঘ) মাননীয়
উত্তরঃ (ক) স্মরণীয়
১.১১ তির্যক বিভক্তি হল-
(ক) এ-বিভক্তি
(খ) কে-বিভক্তি
(গ) র-বিভক্তি
(ঘ) য়-বিভক্তি
উত্তরঃ (ক) এ-বিভক্তি
২। খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখো (যে-কোনো ১৩টি)।
১x১৩=১৩
২.১ ‘মহামানবের সাগরতীরে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তরঃ নদী যেমন নানা উৎস থেকে
এসে সাগরে মেশে, ঠিক তেমনি বিভিন্ন বিদেশি শাসক-সম্প্রদায় ভারতে শাসন করতে এসে এ
দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে।
২.২ “এঁদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল।”— ‘হুলিয়া’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ‘হুলিয়া’ শব্দটির অর্থ পরিচয়জ্ঞাপক বিজ্ঞপ্তি।
২.৩ ঘরের ভিতরের ও
বাহিরের দুটি খেলার নাম লেখো।
উত্তরঃ ঘরের ভেতরের দুটি খেলা হল লুডো ও তাস এবং বাইরের দুটি খেলা হচ্ছে
ক্রিকেট ও ফুটবল।
২.৪ বাপ মায়েরা কী
হলে মুচ্ছো যাবেন?
উত্তরঃ সন্ধ্যে হয়ে এলেও ছেলে-মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মুচ্ছো
যাবেন।
২.৫ করালীবাবুর
বাড়িতে কী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়?
উত্তরঃ করালীবাবুর বাড়িতে শ্যামা সংগীত
অনুষ্ঠিত হয়।
২.৬ প্রাচীন পথ ধরে
কোন্ তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন?
উত্তরঃ প্রাচীন পথ ধরে অতিশ দীপঙ্কর
শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন।
২.৭ ‘ভারততীর্থ’ কবিতাটি কোন কবির লেখা?
উত্তরঃ ‘ভারততীর্থ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
২.৮ শব্দভাণ্ডার কাকে
বলে?
উত্তরঃ সংস্কৃত, দেশি, বিদেশি, আগন্তুক বা কৃতঋণ শব্দ বাংলা ভাষায় গৃহীত
হয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। এই সমস্ত শব্দকেই একত্রে শব্দভান্ডার
বলা হয়।
২.৯ দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ দুটি খাঁটি দেশী শব্দের উদাহরণ হল ‘মাঠ’ ও ‘ঘুড়ি’।
২.১০ দুটি
ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ দুটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ হলো ‘ঢং
ঢং’ ও ‘ছমছম’।
২.১১ ঐতিহাসিক, লাঠিয়াল—প্রত্যয় নির্ণয় করো।
উত্তরঃ ঐতিহাসিক- ইতিহাস+ষ্নিক্; লাঠিয়াল- লাঠি+আল।
২.১২ বিভক্তি কাকে
বলে?
উত্তরঃ যে সকল অর্থহীন ধ্বনি বা ধ্বনি-গুচ্ছ বাক্যের ক্রিয়ার সঙ্গে, বাকস্থিত বিশেষ্য বা
বিশেষ্য স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে
সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় তাদের বিভক্তি বলে।
২.১৩ প্রযোজক কর্তার উদাহরণ দাও।
উত্তরঃ শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন।
২.১৪ সমধাতুজ কর্মের
উদাহরণ দাও।
উত্তরঃ আজ এমন ঘুম ঘুমিয়েছি।
২.১৫ নিমিত্ত কারক
কখন হয়?
উত্তরঃ বাকের মধ্যে নিষ্পন্ন ক্রিয়ার অনেক সময় নিমিত্ত, জন্য, উদ্দেশ্য
এই ভাব গুলি প্রধান হয়ে ওঠে সে ক্ষেত্রে নিমিত্ত কারক হয়।
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি)। ২x২=8
৩.১ ‘ভারততীর্থ’ কবিতায় ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ বলা হয়েছে কেন?
৩.২ কথকরা কেন বলেছে
তাদের নিজের নিজের মনখারাপের গর্তে ফিরতে হবে? ৩.৩
পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
8। নীচের
প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি)। ২x২=8
৪.১ পুলিশ কোন্ অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেন? বিচারে
তাঁর কী শাস্তি হয়?
৪.২ “শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে”—এই
‘সাড়া পড়ার কারণ কী?
৪.৩ “আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল।”—পটলবাবুর কথা কার মনে পড়ে গেল? পটলবাবুর কথাই
বিশেষ করে মনে পড়ল কেন?
৫। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৩x১=৩
৫.১ “এই বলে হোটেলওলা একটা দীর্ঘ নিশ্বাস ফেলল।”—হোটেলওয়ালা কী বলেছিল?
৫.২ “তাকে চেনা যায় না।”- কাকে, কেন চেনা যায় না?
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) ৫x২=১০
৬.১ “ইতিহাস
থমকে দাঁড়িয়ে লিখে নিল সব…”— ইতিহাস কি লিখে নিয়েছিল?
৬.২ ‘দিন ফুরোলে’-কবিতার
মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।
৬.৩ ‘চিরদিনের’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখো।
৭। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি)। ৫x২=১০
৭.১ “কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাশ শুনতেই হলো।”-নৃপেন্দ্রবাবু কে? কী ছিল তার ফরমাশ? কীভাবে তা শুনেছিলেন লেখক?
৭.২ “এটাতে বড়ো বেশি ভাবতে হলো না।”—কার উক্তি? কাকে
বেশি ভাবতে হল না? কেন ভাবতে হয়নি?
৭.৩ “এতদিন অকেজো থেকেও তাঁর শিল্পীমন ভোঁতা হয়ে যায়নি।”—পটলবাবুর মনে এই অনুভূতি কীভাবে জাগল?
৮। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৫x১=৫
৮.১ “সবার মুখেই হাসি ফুটল, খালি সোনা-টিয়ার মন খারাপ।”—সবার মুখে হাসি ফোটার
কারণ কী? সোনা-টিয়ার মন খারাপ হয়েছিল কেন?
৮.২ মাকুকে কীভাবে
বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল?
৯। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
৪x১=8
৯.১ তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।
৯.২ অসুস্থতার কারণে
বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধানশিক্ষকের কাছে একটি
আবেদন পত্র লেখো।
১০। যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। ৬x১=৬
১০.১ পরিবেশরক্ষায়
ছাত্রছাত্রীদের ভূমিকা।
১০.২ আমার প্রথম
বাজার করার অভিজ্ঞতা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন