class 8 science 3rd unit test question paper set 2 with answer
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
class 8 science 3rd unit test question paper set 2 with answer
অষ্টম শ্রেণী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময়:
২ ঘন্টা ৩০ মিনিট
1.
সঠিক উত্তরটি নির্বাচন করো। 1x10=10
(i)
মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের-
(a)
সমানানুপাতিক
(b)
বর্গের সমানুপাতিক
(c)
ব্যস্তানুগতিক
(d)
বর্গের ব্যস্তানুপাতিক
উত্তরঃ (d) বর্গের
ব্যস্তানুপাতিক
(ii)
প্রতিবিম্ব সৃষ্টি কারণ-
(a)
প্রতিফলন
(b) প্রতিসরণ
(c)
ক, খ উভয়ই
(d)
কোনোটিই নয়
উত্তরঃ (c) ক, খ উভয়ই
(iii) 18/8 O এবং 18/9 F পরমাণু দুটি হল পরস্পরের-
(a)
আইসোটোপ
(b)
আইসোবার
(c)
আইসোডায়াফার
(d)
আইসোটোন
উত্তরঃ (b) আইসোবার
(iv)
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলে—
(a)
বিক্রিয়ালব্ধ পদার্থ
(b)
অনুঘটক
(c)
বিক্রিয়ক পদার্থ
(d)
a, b, c সবকটিই
উত্তরঃ (c) বিক্রিয়ক পদার্থ
(v)
অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস হল—
(a)
শ্বসন
(b)
সালোকসংশ্লেষ
(c)
বাষ্পমোচন
(d)
দহন
উত্তরঃ (b) সালোকসংশ্লেষ
(vi)
গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয়-
(a)
কোক
(b)
ভূসাকালি
(c)
গ্যাসকার্বন
(d)
সক্রিয় অঙ্গার
উত্তরঃ (d) সক্রিয় অঙ্গার
(vii)
স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোমের
সংখ্যা
(a)
46 টি
(b)
23 টি
(c)
24 টি
(d)
22টি
উত্তরঃ (a) 46 টি
(viii)
অ্যান্টিবায়োটিক যে-অণুজীবের বিরুদ্ধে
সবচেয়ে কার্যকারী, তা হল-
(a)
ভাইরাস
(b)
প্রোটোজোয়া
(c)
ব্যাকটেরিয়া
(d)
a, b, c সবকটিই
উত্তরঃ (c) ব্যাকটেরিয়া
(ix)
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থি ?
(a)
থাইরয়েড গ্রন্থি
(b)
পিটুইটারি গ্রন্থি
(c)
অ্যাড্রিনাল গ্রন্থি
(d)
লালাগ্রন্থি
উত্তরঃ (d) লালাগ্রন্থি
(x)
নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে রসুনে জীবাণুনাশক কোন্ পদার্থটি
বর্তমান?
(a)
রৌবেসিন
(b)
অ্যালেসিন
(c)
কারকিউমিন
(d)
a, b, c সবকটিই
উত্তরঃ (b) অ্যালেসিন
2.
নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও। 1x10=10
(i)
কোনো বস্তুকে ভূ-অভ্যন্তরে নিয়ে যেতে
থাকলে, বস্তুটির ওজনের কীরূপ পরিবর্তন হবে?
উত্তরঃ কোনো বস্তুকে
ভূ-অভ্যন্তরে নিয়ে যেতে থাকলে বস্তুটির ওজন কমতে থাকবে।
(ii)
সমতল দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব কী প্রকৃতির হয়?
উত্তরঃ
সমতল
দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব অসদবিম্ব প্রকৃতির হয়।
(iii)
প্রমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে কী জাতীয় বল কাজ করে?
উত্তরঃ
পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির
মধ্যে নিউক্লিয়ার বল কাজ করে।
(iv)
খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের
মিশ্রণে জল মেশালে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ
খাবার
সোডা ও টারটারিক অ্যাসিডের মিশ্রণে জল মেশালে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস
উৎপন্ন হয়।
(v)
2FeCl₃ + SnCl₂ → 2FeCl2
+ SnCl4—বিক্রিয়াটিতে বিজারক দ্রব্য কোনটি?
উত্তরঃ বিক্রিয়াটিতে বিজারক দ্রব্য SnCl₂.
(vi)
কোন গ্যাসটি ‘অ্যাসিড উৎপাদক’ গ্যাস নামে পরিচিত?
উত্তরঃ অক্সিজেন ‘অ্যাসিড উৎপাদক’ গ্যাস
নামে পরিচিত।
(vii)
হেপাটাইটিস মানবদেহের কোন্ অঙ্গকে আক্রান্ত করে?
উত্তরঃ
হেপাটাইটিস
মানবদেহের যকৃৎ-কে আক্রান্ত করে।
(viii)
কোন্ অঙ্গাণুকে ‘কোশের শক্তিঘর’ বলা হয়?
উত্তরঃ মাইটোকনড্রিয়াকে ‘কোশের শক্তিঘর’ বলা হয়।
(ix)
কোন্ হরমোন আয়োডিনযুক্ত?
উত্তরঃ থাইরক্সিন হরমোন আয়োডিনযুক্ত।
(x)
দারুচিনির ব্যবহৃত অংশটি গাছের কোন্ অংশ?
উত্তরঃ দারুচিনির ব্যবহৃত অংশটি গাছের ছাল।
3.
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দশটি)।
2x10=20
(i)
চাঁদে বায়ুমণ্ডল নেই কেন?
(ii)
সংকট কোণ কাকে বলে?
(iii)
আইসোটোপগুলি একই ধরনের রাসায়নিক
বিক্রিয়া দেখায় কেন?
(iv)
উৎসেচক কাকে বলে? একটি উদাহরণ দাও।
(v)
হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়
না কেন? (vi) শুষ্ক বরফ কাকে বলে?
(vii)
সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও।
(viii)
হিমোগ্লোবিন প্রাণীদেহের কোথায় পাওয়া
যায়? এর কাজ কী?
(ix)
ব্যাকটেরিয়া কোশের দুটি বৈশিষ্ট্য লেখো।
(x)
পিটুইটারি গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যাড’ বলে কেন?
(xi)
ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? একটি
উদাহরণ দাও।
(xii)
অভয়ারণ্য কাকে বলে? একটি অভয়ারণ্যের
নাম উল্লেখ করো।
(xiii)
প্রোটোপ্লাজম কী?
(xiv)
জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদটি উল্লেখ করো।
4.
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দশটি) 3x10=30
(i)
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? একে
পূর্ণ প্রতিফলন কেন বলে? 2+1
(i)
মরচে পড়াকে মৃদু দহন বলে কেন? ‘জল
উৎপাদক’ গ্যাসটির নাম কী? 2+1
(iii)
অতিরিক্ত দহন বায়ুমণ্ডলকে কীভাবে দূষিত করে? দহনকে তাপমোচী বিক্রিয়া কেন বলা হয়? 2+1
(iv)
গ্রিনহাউস গ্যাস কী? দুটি জৈব গ্রিনহাউস
গ্যসের নাম উল্লেখ করো। 2+1
(v)
লোহিত রক্তকণিকার কাজগুলি সংক্ষেপে আলোচনা
করা করো। ‘কোশের মস্তিষ্ক’ কাকে বলে? 2+1
(vi)
অ্যান্টিবায়োটিক কাকে বলে? ‘পিকলিং’ কী? 2+1
(vii)
অ্যাড্রিনালিন হরমোনকে ‘সংকটকালীন হরমোন’ বলে
কেন? প্রাণীদেহে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়?
2+1
(viii)
ঔষধি গাছ কাকে বলে? কোন মশলায়
কারকিউমিন পাওয়া যায়? 2+1
(ix)
পাস্তুরাইজেশন বলতে কী বোঝায়? কোন্ ব্যাকটেরিয়া দুধ থেকে দই করতে সাহায্য করে? 2+1
(x)
সমুদ্রের জলের অম্লতা বাড়ার কারণ কী? ‘প্ল্যাংকটন’
কাকে বলে? 2+1
(xi)
হীরক এবং গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো।
LPG কী? 2+1
(xii)
কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এবং
ভরসংখ্যা বলতে কী বোঝায়? পরমাণু
এবং আয়নের মধ্যে কোনটি অধিকতর সুস্থিত? 2+1
(xiii)
CuO + H₂ → Cu + H₂O বিক্রিয়াটিতে জারণ
ও বিজারণ যুগপৎভাবে ঘটেছে, তা কীভাবে ব্যাখ্যা করবে?
একটি তরল জারক পদার্থর নাম করো। 2+1
(xiv)
স্নায়ুকোশের কাজ কী? একটি আদর্শ
নিউক্লিয়াসযুক্ত এককোশী উদ্ভিদের নাম করো। 2+1
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন